নক্ষত্রের মত যেন, জ্বলজ্বল করে;
জ্বলতে পারি  আঁধারে, কোন এক ঘরে।
জীবন স্বার্থক হবে, নক্ষত্রের রুপে।
যদি পারি অন্ধকারে, দিতে আলো সপে।
মোর আলোর ছোঁয়ায়, পথ যেন ফোটে।
হাজারো মানুষ যেন, সেই পথে হাটে।
ধীরে ধীরে সত্য পথ, যেন ওঠে জেগে।
সেই পথে সবে যেন, আসে তিব্র বেগে।


একদিন বিশ্বময়, যেন মোর সুরে;
গান গেয়ে চলে ফেরে, মন প্রাণ ভরে।
কামনা বাসনা জাগে, আকাশ পাতাল।
হৃদয়ে উতলে ওঠে, সত্যের অনল।
নক্ষত্রের বেশে তাই, কলম ঘুরাই।
অগ্নিঝরা পান্ডু লিপি, সযত্নে সাজাই।


রচনা কাল ঃ
১৬/০৩/২০১৭ ইং
৯ঃ৪৯ পিএম।