তোমারে বাসিতে ভাল, মন দিশেহারা।
তোমার লাগিয়া হায়, আজ সর্বহারা।
তুমি কোথায় লুকায়া, দাও মোরে ফাঁকি।
একা একা অপেক্ষায়, আমি বসে থাকি।
আকাশ মাঝে যেমন, চাঁদ হেসে রয়;
একদিন সেই ভাবে, মন সুখ চায়।
চাঁদনী রাতে আমারে, গাঙের সে কূলে;
ভালবাসি বলে হেসে, মাটিতে গড়ালে।


এত ভাল বাসো মোরে, বলনিতো আগে।
রাখতাম তখনই, আদর সোহাগে।
ভালবাসা মুখে বলে, লাজে মরে যাই।
থরথরে হাত কাঁপে, পিছনে লুকাই।
এ কেমন সুখ জাগে, হৃদয়ে আমার।
বলতে পারি না মুখে, থাক জ্নম ভর।

রচনা কাল ঃ
২৪/০৩/২০১৭ ইং
১০ঃ২৫ পিএম।