আবোল-তাবোল মন, সন্ধ্যার বাতাসে।
শুকতারা নেই আজ, নীলিমায় ভেসে।
ঠান্ডা ঠান্ডা বায়ু বয়, মেঘ ডাকে দূরে।
হয়তো বর্ষা ঝরছে, গ্রাম থেকে দূরে।
সাদা সাদা কালো কালো, মেঘ উড়ে যায়।
মাঝে মাঝে হাক ছাড়ে, এলো বুঝি হায়।
ছেলে মেয়ে তাড়াতাড়ি, বড় ঘরে উঠে।
গরু ডাকে ভেড়া ডাকে, দক্ষিণের মাঠে।


তারাতারি কাজ করে, সবে বাড়ি ফেরে।
বৌ ঝিরা শুকনো খড়ি, আগে তোলে ঘরে।
অন্ধকারে ডেকে যায়, গোধূলির তরে।
কল্পনা বিলাসী মন, সুখ নেয় ভরে।
সুম সুম শব্দ করে, এলো শেষমেশ।
ভাঙা ঘরে একা বসে, তবু সুখী বেশ।


রচনা কাল ঃ
২১/০৩/২০১৭ ইং
৯ঃ৪৮ পিএম।