হায় টাকা সোজা কথা, থাকো বলে ঢাকা।
উড়ো বলে পাতা হয়ে, ঘুরো বলে বাকা।
কোথায় তোমার বাস, দাও মোরে দেখা।
তুমি বিনে নাই কাছে, দূরে গেছে সখা।
বাঁশের পাতার মত, কারো কাছে বলে।
যার কাছে বহু দামি, রাখে সে আগলে।
ঘুরে ফিরে চল তুমি, দেশ দেশান্তর।
কারো কাছে থাকো তুমি, হাজার বছর।


তোমার জন্য সবাই, রাত দিন খাটে।
তোমার জন্য কারও, হৃদয়টা ফাটে।
তোমার জন্য বেদনা, পায় নিশি দিন।
তোমার জন্য আবার, হাসে সারা দিন।
আমার বেলায় তুমি, থাকো কেনো দূরে।
কাছে এসে দাও দেখা, হাতে রও ভরে।


রচনা কাল ঃ
০৮/০৩/২০১৭ ইং
০৭ঃ২২ পিএম।