অসহায়ত্বের সুযোগ নিয়ে
দুস্কৃতিদের উদ্ধত হাতিয়ার,
কালো চশমা রঙিন দুনিয়া
মুখে লালা,অন্তর নর্দমা
কালো টাকায় পকেট ভরা!
রঙিন চশমার ফাঁকে সব রঙিন
খুলে আয়,খুলে আয়
চক্ষু মেলে দেখ চারিদিকে কত হাহাকার!


মানুষ হবি কী তুই?
ভেতরে তো মনুষ্যত্ব নাই
উস্কানিমূলক উগ্রবাদী
ধর্ম নিয়ে করে টানাটানি
রঙিন চশমা পড়ে চলা
বাইজির ঘরে যায়
ভেতরে তার মনুষ্যত্ব নাই!


বাস্তবতা ঘেরা এই শহরতলী
দরিদ্রদের পকেট ফাঁকা!
নেই ভালোবাসা নেই মনুষ্যত্ব
যেখানেই যা-ই সেখানেই দালাল নিযুক্ত!


সব ঘাট বন্ধ রক্তের হলি চারিধার
রাজ্য শোষণ আজ
মূর্তি দাঁড়িয়ে কালো কাপড়ে
চক্ষু দিয়ে দেখতে নাহি পাড়ে
রক্তাক্ত রক্তমাখা পথ ঘাট!


রক্ত শুকানোর আগে-ই
অন্য রক্তের খেলায় মজে যায়
মনুষ্যত্ব হীন প্রাণী
অল্প আয়ে বেতনভোগী
জীবন নিয়ে করে টানাটানি,
যে'দিকেই তাকাই চক্ষু মেলিয়া
কোথাও দেখি প্রেমিক নাই, প্রেমিক নাই!