হে দুুঃসময় তোমার কি ক্ষয় নেই
প্রতিটি মুহূর্তেই তোমার উপস্থিতি
জন্মের পর থেকে আমার জীবনের সাথে
এমনভাবে মিশে আছো
পৃথিবীতে কেউ এমনভাবে মিশে থাকতে পারে না।

আমার দুু-পা যেদিকে যায় তুমি যাও সাথে সাথে
সারা জীবন আমার সাথে তোমার পায়চারি।

আমার জীবনে তুমি একমাত্র বাধা
প্লিজ, আমি একটু একা থাকতে চাই
আমাকে একটু একা থাকতে দাও !
আর পারি না।
একটু শান্তি চাই- একটু সুখ চাই।

সুখটা কেমন সাদা না কি কালো
তার ঠিকানা কোথায়, দেখি যেতে পারি কি না।

দিনের আলো রাতের অন্ধকার প্রতিদিন পার করি
শুধুু পার করতে পারি না তোমায়
তুমি প্রশান্ত মহাসাগর আমার জীবনে।