আমার তো ভয় নেই আমি ধীরে ধীরে
এগিয়ে যাচ্ছি আমার প্রভুর দিকে
দেখা হবে পবিত্র মুখ
যে মুখ দেখার জন্য ব্যাকুল আমি।


জীবন থেকে দিন কমে না
আমি যাই প্রভুর খুব কাছাকাছি
লুটিয়ে পড়ি তাঁর চরণতলে- ক্ষমা চাই
জীবনে যা করেছি আমি।


আমি তো গোলাম- তুমি তো আমার প্রভু
ভুল হলে ক্ষমা করো
তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি দয়াশীল, রহিম- রহমান
আমি গোনাহগার, করে দাও ক্ষমা
যে পাপ করেছি আমি।