লিখতে বসেছি, নেই তো কোন ভাষা জানা
বর্ণমালা গুলিও আজ অভিমান করেছে
তবুও লিখছি তোমার হৃদয় প্রাঙ্গনে,
আকাশের ঘন নীল ছুঁয়ে নিঃশেষ আলিঙ্গনে॥


নিরন্তর শুভ্রতায় মন ছুঁয়েছে উল্লাসে-
প্রতিটি শব্দের মাঝে আকাশ ছোঁয়া পালে॥
নিস্তব্ধতার মাঝেও সন্ধ্যা তারার মতো
ভাবপ্রবণ বেশে মিশে গিয়েছি স্বপ্নের দেশে।


বেলা শেষে চৈত্রের ঘ্রাণে শূণ্য দৃষ্টিতে
অপলক আঁখি নীরে হৃদয়ের কলতানে,
সুবাসিতার অতলে কোকিলের গুনগুন সুরে
সোনা রোদ্দুর বিকেলে ছিলে মরুপথের মাঝে।


অঝোর আলোর পরশে বসন্তবেলা জুড়ে
দখিন হাওয়া হঠাৎ এসে, আঁচল ভাসায় মিলে,
দিয়েছি চিঠি একপসলা চোখে স্মৃতির সূচক বেঁধে
ধূসর মেঘের খামের মাঝে বুকের গহিন জুড়ে!


জমছে কত ফুলের রেণু সকালের মিহি রোদে
চাঁদনী রাতে নদীর তটে কাঁধে মাথা রেখে,
অমন অথৈ জ্বলে ছিন্ন পালের নৌকা রোজ
দূরের জলের বুকে ভেসে চলে নোঙরের ঠিকানায়।


স্মৃতিগুলো হৃদয়ে নিহিত সুখের কিনারায়
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী কেটেছে অনেক কাল,
তবুও চন্দ্রবিলাস প্রতি রাতে লিখি চিঠি
নিঃশ্বাসে-আঁখিজলে তোমাতে করিতে বাস॥