বুকের মাঝে ছাই চাপা আগুন
বাড়ছে তা আমার প্রতিদিনই দিগুন
নীরবে সবকিছু করে যাচ্ছি সহ্য
সীমাহীন বাধ ভাঙ্গতে আজ অভিরুদ্ধ


সবার কাছে অবহেলিত করুণার পাত্র
এর থেকে মৃত্যুই আমার কাছে শ্রেয়
মিত্তু কেন আমাকে কাছে ডাকে না
এভাবে যন্ত্রণা আমার ভাল লাগে না


তিলে তিলে শেষ হচ্ছে আমার জীবন
মরণকে জানাতে চাই আমি আমন্ত্রন
এভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে না
এযেন আমার কাছে মরণের যন্ত্রণা


হয় মাথা তুলে দাঁড়াতে চাই একটিবার
চীৎকার করে দেখিয়ে দেব বলবো আবার
আমি স্বাধীনতা চাই আমার নিজের কাছে
ভাঙ্গতে চাই এই অভিশপ্ত বাধার দেয়ালকে


ছাই চাপা আগুন আছে নিজের ভেতরে
জ্বলে উঠতে পারি আমি যে কোন মুহূর্তে
পুড়িয়ে ছারখার করে দেব আমি সবকিছু
মানবনা কার বাধাই আমি আর কোনকিছু !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com