হিসেবের অঙ্কটা মেলাতে পারিনি এখনো
যোগ বিয়োগে ভুল করছি প্রতিনিয়ত
জীবনের খাতাটা আজো পুরোটা শুন্য
ফলাফল মেলাতে পারিনি যেন অপরিপূর্ণ


সবাই আজ ভীষণ ব্যাস্ত নিজের সাথে
আমি শুধু থমকে আছি আবেগের মাঝে
সবাই পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত
আমি শুধু থেমে আছি সেই নিজের মতো


বাস্তবতা এত কঠিন বুঝতে পারিনি
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি
সবাই অচেনা আজ এই পৃথিবীতে
আমি কেন পারিনা স্বার্থপরতা শিখতে


তবুও আমিই বুঁজে নিয়েছি জীবনের অঙ্কটা
সময়ের সাথে সাথে এখন পুরোটা পাক্কা
তবুও আমি অদের মতো এতটা হিসেবি নই
মাঝে মাঝে ভুল হলেও তাঁতে ক্ষতি নেই


কি পেলাম কি হারালাম হিসেব করিনি কখনো
জীবন যুদ্ধে লড়ে গেলাম বাঁচতে শিখিনি এখনো !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com