কি করে দেখাবো তোরে বুকের আর্তনাদ
তোর জন্য বেঁচে আছে একটা দীর্ঘশ্বাস
সেইতো চলে গেলি আর তো ফিরে এলি না
কবে ফিরবি সে কথা তো বলে গেলি না


বিকেল বেলা ছাদে উঠি খুঁজি শুধু তোকে
পাইনা কেন তোকে আমি একা একা লাগে
তোর রেখে যাওয়া গোলাপের টবে ফুল ফুটেছে
সেই ফুলের গন্ধে চারদিক মাতোয়ারা হয়েছে


কবে ফিরবি বাড়ি আর তো সয়না দেরি
কিরে অভিমানী ও পাষাণী
রাগ না হয় করেছিলি তুই একটু বেশি
তাই বলে কি দূরে থাকতে হবে আমার থেকে


অভিমান ভুলে ফিরে আয় ঘরে,
দীর্ঘশ্বাস একটানা হৃদয় ঘিরে !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com