বেঁচে আছি এইতো বেশ
যাচ্ছে জীবন চলে
বেঁচে থাকার মানে তো
গিয়েছি আমি ভুলে


যার জন্য বেঁচে থাকা
সেতো পাশে নেই
বেঁচে থাকার মানে আমার
জানার প্রয়োজন নেই


অগোছালো জীবনটা হলনা গোছান
এলোমেলো মনটা বাঁধা পরলনা এখনো
তবুও সময় যাচ্ছে তার সময়ের নিয়মে
থেমে তো নেই কারো জন্য পিছু টানে


কিসের এক মায়া যেন
বাড়ে বাড়ে ফিরে আসে
কিসের টানে মন যেন
অঝরে কেঁদে মরে


ভালবাসার স্রিতি গুলো
যায়না ভোলা সহজে
বাড়ে বাড়ে ফিরে আসে
এই মনের অগচরে


একলা এখন একলা বেশ আছি আমি
বেঁচে থাকার জীবন এখন মূল্যহীন জানি !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com