মায়ের কোলে খুঁজি সর্ব সুখের ছায়া
মা ছাড়া এমন করে কে করবে মায়া
মা ছাড়া কে আছে আপন পৃথিবীতে
আগলে রাখবে আমায় এতো আদর সোহাগ দিয়ে


কান্না পেলে চোখের জল আঁচল দিয়ে মোছায়
খুদা পেলে মা আমার মুখে খাবার তুলে দেয়
এতো ভালবাসা আছে মায়ের আঁচল তলে
দু চোখে ঘুম আসে অতল মায়ার ছলে


মাগো মা ওগো মা আমার প্রিয় মা
তুমি আমার এই জগতের সব চেয়ে প্রিয় মা
আমি তোমার নাড়ী ছেড়া ধন তোমারই ছেলে
আদর সোহাগ দিয় তুমি আমায় একটু দুঃখ পেলে


তোমার দুধের ঋণ মাগো হবে নাগো শোদ
সারা জীবন করলে সেবা মাথায় নিয়ে রোদ
বিশ্বাস করো মাগো তুমি এই আমি ধন্য
তোমায় পেয়ে আমার জীবন ষোলোআনা পূর্ণ  !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com