এলোমেল চার দেয়াল
বিষণ্ণ  কোলাহল,,
চারদিকে মৃত্যুর ছায়া
বেঁচে থাকা অচল,,


নৃশংস হত্যা
রক্তাক্ত পৃথিবী,,
নিজের কাছে নিজেই
যেন মরীচিকা,,


অনুভুতি অর্থহীন
বাস্তবতা কল্পনা,,
নিজের কাছে নিজেই
যেন গোলক ধাঁধাঁ,,


মেলেনা অঙ্ক হিসেবের খাতা
ভুলের মাশুল দিচ্ছি,,
অসমাপ্ত কবিতা ছেঁড়া ডাইরি
বুকের মাঝে আর্তনাথ,,


ছাই চাপা আগুন
প্রতিদিন বাড়ছে দিগুন,,
পুড়ে পুড়ে হচ্ছি নিজে
পোড়া কয়লার মতন,,


লাশ কাটা ঘরে
যাবে আমারে নিয়ে,,
যদি পরে থাকি
বেওয়ারিশ কোন রাস্তায়,,


কফিনে আমি ঢাকা
সারা চাদরে মোরা,,
এই পৃথিবীর বুকে
এটাই আমার শেষ দেখা ।।


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com