অনেক দিন লালিত স্বপ্ন
আজ ভাঙ্গার পথে,,
নিশ্বাস আর রক্তের শিরায়
বাঁচিয়ে রেখেছি তাকে,,


ঘুমের ঘোরে দেখে কতো
লাল নীল রঙ্গিন স্বপ্ন,,
সবটাই আজ ভাঙ্গার পথে
নীরবতায় আমি স্তব্দ,,


নতুন এক দায়ের বোঝা
আমার কাঁদলে উঠলো,,
নিজেকে নিয়ে ভাবিনা আর
সময় পাইনা কিছুতে,,


এতো কিছুর মাঝে আমি
নতুন আশা খুঁজি,,
স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার
নতুন আলো দেখি,,


জীবন তো একটাই লড়ে যেতে হবে
ভয় পেয়ে জিতেছে বলো কে কবে !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com