একটা ছিলো বিশাল আকাশ
আর একটা ছিলো নীল প্রজাপতি,,
দুজনের মাঝে খুব প্রেম ছিলো
ভালবাসা ছিলো তার চেয়া বেশি,,


নীল প্রজাপতিটা উড়ে বেড়াত
ওই বিশাল রঙ্গিন আকাশটায়,,
বিশাল আকাশটা শুন্যতা ভুলে যায়
নীল প্রজাপতির ভালবাসার ছোঁয়ায়,,


বিশাল আকাশ বুঝতে শেখে
প্রজাপতির ভালবাসার মানে,,
নীল প্রজাপতি উড়তে শেখে
ওই বিশাল আকাশের বুকে,,


হঠাৎ করেই মেঘ জমে
ওই আকাশের বুকে,,
নীল প্রজাপতি হারিয়ে যায়
তার বুকে থেকে,,


এখনো আকাশ খুজে ফেরে
তার নীল প্রজাপতিকে,,
অন্য প্রজাপতি উড়তে দেয় না
তার শূন্য আকাশের বুকে,,


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com