ভাগ্য বলে কিছু আছে
আমি তা বিশ্বাস করি ,,
ঘুরবে সেই ভাগ্যের চাকা
সেই সময়ের অপেক্ষা করি ,,


ভাগ্য লিখেন উপর ওয়ালা
তার নিজের হাতে ,,
কার ভাগ্য কোথায় আছে
জানা নেই কার কাছে ,,


আজকে রাজা কালকে ফকির
এটাই ভাগ্যের খেলা ,,
যোগ বিয়োগ হিসেব করে
যায় কি ভাগ্য বলা ,,


ভাগ্যে আছে কার কার
অনেক টাকা কড়ি  ,,
ভাগ্যে আছে কেউবা আবার
রাস্তায় পড়ে মরি ,,


কেউ ভাগ্য বিশ্বাস করে
কেউবা করে না ,,
তবুও সবাই ভাগ্যের উপর
কথা বলে না !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com