আকাশের রাণী খুব অভিমানী ।
রাজার সাথে রাগ করছে,
খাবেনা খাবার খাবেনা পানি ।
দূর দেশের সূর্যটা রানীর চাই ।
রাজা এনে দিতে পারেনি
রাণীর অভিমান তাই।
রাণীর অভিমান ভাঙ্গতে রাজার আর কি করা ,
দূর দেশের সূর্যটা দিচ্ছে না যে ধরা ।
রানীর অভিমান দেখে রাজা গেলো খেপে ,
নীলের মাঝে কালো রং দিলো আজ মেখে ।
তাই না দেখে রানীর চোখে অশ্রু ঝড়ে ।
রাণীর চোখে  অশ্রু দেখে
দেশের প্রজারা কাদেঁ।
তখন রাজা কান্না থামাতে
কালো রং দূর করতে  চেষ্টা করে যায় ।
রাজার চেষ্টায় তখন নীল রং তার ঝিকিমিকি দেখায় ।
আমরা কি ভাই এত খবর রাখি।অভিমানি
রানীর অশ্রুকে তাই বৃষ্টি বলেই ডাকি ।
নীলের মাঝে কালো রংকে মেঘ বলি আমরা ।
নীলের ঝিকিমিকি যে রংধনুর সাত রঙে রাঙা ।