না দেখা আকাশ


নিভৃতচারী


বাতাসে ভাসে অচেনা বুনো ফুলের গন্ধ।
গন্ধে মাতোয়ারা অচেনা মেঠো পথের নতজানু পথিকের বেসে,
আমি ছন্নছাড়া এক ভবঘুরে।


আকাশের ওপারেও কি আরো একটা আকাশ আছে ?
বাতাসের ভেতরে আরো বাতাস ?
আমি এক ছন্নছাড়া ভবঘুরে মাত্র ।


পথের বাঁকে বাঁকে আগাছা জমেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম।
খরতাপে মেঠো পথে বালুময় অগ্নি স্পূটনে
আমি এক হতচ্ছাড়া ভবঘুরে পথিক মাত্র।


কত কাল আকাশে থাকাই না আমি,
অচেনা আকাশে চুম্বন খাই না।


আকাশটা আজো কেবল অচেনাই রয়ে গেল,
আমার প্রিয় অচেনা আকাশ।