যুবকের কষ্টে যুবতীর অভিমান
__________________নিভৃতচারী


খুব ভোরে, যখন অনেক পাখির কলরব,
তখন যুবকের কষ্ট জেগে উঠে,
সেই পুরোনো কষ্ট।
কষ্ট আরো দৃঢ় হয়, যা যুবক নিজেই ডেকে আনে,
কিম্বা আনতে চায়।


নিঃসঙ্গ তপ্ত দৃঢ় কষ্ট কষ্ট খোঁজে বেড়ায়,
স্নিগ্ধ ভোরে স্বপ্নের করিডোরে হেটে যাওয়া
যুবতীর কষ্টের ঘ্রাণ।
আর কল্পনার কল্পনার চুম্বন বসায় সদ্য স্নাত
যুবতির কোমল কপোলে।


যুবক তার কষ্ট লালন করে রাখে।
যুবক তার কষ্ট সুদৃঢ় করে রাখে।
যুবক তার কষ্ট পরিপুষ্ট করে রাখে।
যুবক তার কষ্টের দীর্ঘায়ু কামনা করে থাকে।


তখনো যুবতীর ভাবনার করিডোরে, তপ্ত ভাঁজে
কিম্বা উষ্ণতার নিটোল খাঁজে।
টলটলে স্নিগ্ধতা আর অকিঞ্চন ঘ্রাণের উষ্ণ উত্তাপ।