একমুটো জীর্ণতা মাখা গোধূলি !!
একাকীত্বের বিকেলে অনাদিকালের জমে থাকা লালিমায় স্নান করে ফিরছি আমার চিলেকোটায়।
ব্যর্থতার আকাশে নিষ্প্রভ চন্দ্রের একটা চিহ্ন আমার সাথে করে নিয়ে এলুম।
রাতের গভীরে আজন্ম পাপের চিৎকারে জেগে উঠা নিষ্প্রভ চাঁদে আজ গ্রহন লাগবে, চন্দ্রগ্রহন।
দেনাগ্রস্থ হয়ে সূর্যের কাছে স্বীয় স্বত্তা বিসর্জনের কিস্তির সাক্ষী হয়ে অনাদিকালের পাহাড়াদার হয়ে আছি আমার একাকীত্বের চিলেকোটায়।
নির্বাকে তাই সোচ্ছার।।
প্রতিদিনের মত আজো দুটো অসুস্থ টিকটিকি আমার চিলেকোটার দেয়ালে হামাগুড়ি দিচ্ছে, পরবর্তি যৌনমিলনের অপেক্ষায়।
নিকোটিনের ধোঁয়ায় আধো আধাঁরে তাদের বিশাল ছায়া পরেছে জীর্ণ কালিজুলি মাখা দেয়ালে।।
পৃথিবীর সব আলো নিভে যাক,
সব শব্দ থেমে যাক।
সব প্রেম পুড়ে যাক।
পরে থাক এই বিষন্ন গোধূলির রক্তাক্ত আকাশে, আমার দেনাগ্রস্থ চাঁদ আর মিলন প্রত্যাশিত দুটো অসুস্থ টিকটিকি।