বন্ধি-দশায় দুই দুয়ারী
---------------নিভৃতচারী


দরজার ওপাশে স্নিগ্ধ আলোর খেলা,
স্বভাবতই, এই পাশে ঘোর অন্ধকার।
ইয়ানীর সুরেলা-ধ্বনিতে মুর্ছিত অভিপ্রায়ে
সময় গুলো টুকরো টুকরো আর বি-খন্ডিত।
এ পাশের ঘরময় ছড়ানো ছিটানো,
ওপাশে স্নিগ্ধ আলোর খেলা,অদ্ভুত মায়াময় আলো।
বাতাসে পুরোনো মাংসের গন্ধের
উৎস খোঁজে ক্ষুধার্ত অন্ধ কুকুর।
ওপাশে স্নিগ্ধ আলোয় বিভোর
তরুনীর বুকে মুখ ঘষে অন্ধ-বধীর ভালবাসা।
উল্লাসে ফেঁটে বেরোয় ইয়ানীর সুরের ঝঙ্কার।
আঁধার রাতের আকাশে চোখ মেলে নিশাচর দুই-দুয়ারী ।