যখন সে হারিয়ে গেলো
তখন তার মুখে খুব বেশি দাড়ি ছিলো না
নিয়ম করে সেভ করতো।
আজ ঈদের দিন, বছর আটেক পর মায়ের স্বপ্ন।
ছেলেটার মুখ দাড়ি জঙ্গলে ভরে গেছে।
হাসতে পারে না, কাঁদতে পারে না।
কিন্তু মা ঠিকই কাঁদে।
ছেলেটির ছেলে ভুলতে ভোলেছে বাবার কায়া
যুবক বয়সি ছবি ধরে আর কতোকাল স্মৃতি আটকানো যায়?
অথচ একসময় প্রতি ঈদেই তারা নিয়ম করে ছবি তুলতো
কিন্তু যত্ন করে আর রাখা হতো না
কে জানতো ছবির সঙ্গে সঙ্গে ছেলেটিও হারিয়ে যাবে
এই রাজনীতির দাবানলে,
মায়ের আক্ষেপ...দীর্ঘস্বাস।