নিয়ন্ত্রণকারীর নিয়ন্ত্রণে আমরা বন্দি
ডানাকাটা না- উড়া পাখি
দীঘল হাতে কঠিন রুলে করে নজরবন্দি,
আমরা যাই কোথায়?


অন্যায় বন্ধে অন্যায় করে
হাজার মানুষ তাতেই মরে
আমরা নিয়ন্ত্রণে।


কঠিন-কঠোর রোগে আমরা জর্জরিত
আমরা দেখছি দেশে কালো শকুনে মুখরিত
আমরা তাতেই আতঙ্কিত...
ভয় পাচ্ছি তাতে করি না প্রতিবাদ উচ্চারিত
আমরা আছি কঠোর নিয়ন্ত্রণে।


বিভীষিকার বজ্য আলো-আমাদেরকে করছে কাবু
আমরা জ্বালাই না স্বচ্ছ আলো-ভয়ে যেনো নতজানু।