যে সূর্য আমার নয়, সে সূর্যকে প্রদক্ষিণ করেই
আমার পৃথিবীর আয়ু ফুরোচ্ছে।
যে সূর্য কোনো দিনই আমার হবে না
সে সূর্যের আলোই আমার জীবনীশক্তি।
যে নক্ষত্র আমার থেকে বহু আলোকবর্ষ দূরে
সে নক্ষত্র দ্বারা আমি আকর্ষিত হয় নিত্যদিন।
তোমার স্নিগ্ধ আলো গায়ে মাখি
তবুও চাঁদ তুমি আছো বহুদূরে।
মায়ার কৃষ্ণগহ্বরে দিনকে দিন তলিয়ে যাচ্ছি
ফেরার কোনো পথ জানা নেই,
নেই বাঁচার কোনো উপায় জানা!
এ এক আজব মায়ার খেলা; আজব মায়াজাল।
মৃত্যুতেও মুক্তি মেলে না এ জাল থেকে
অবচেতন মনেই জড়িয়ে যায়, পেঁচিয়ে যায় জীবন।


০৬.০৬.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।