একই স্রষ্টার সৃষ্টি মোরা
একই মোদের গন্তব্য,
মানুষ মাত্রই মরতে হবে
যতই করুন মন্তব্য।


রক্ত সবার লালরে ভাই
গঠন মোদের একই,
তবুও আজ দ্বন্ধ-সংঘাত
নিত্য সবাই দেখি।


ধনী-গরীব, ভালো-মন্দ
সবাই মিলে সমাজ,
তবু কেন নেই সম্প্রীতি
আগের মতো আজ।


কেউ মরলে কবরে যাবে
কেউ শ্মশান, গীর্জায়,
কর্ম গুণে বাঁচেরে মানুষ
জন্ম হোক যেথায়।
##