আধুনিকতার সর্বনাশা ‘শোকটানে’ বিভোর প্রজন্ম
অনৈতিকার ধূলিজালে ডুবেছে প্রত্যাশার ভাস্কর,
মানবিক আগামীর মিছিলে নেই কোন অন্বর্থ কাণ্ডারী
সুশীল আর সেবকের মুখোশে বাস করছে সব তস্কর।

বকধার্মিকদের খপ্পড়ে সাধারণের চিরায়িত বিশ্বাস
অসহিষ্ণুতা আর অহমিকায় ভরপুর অন্তঃকরণ,
বেহায়াপনার বাজারে সওদা করি আধুনিকতা
জগাখিচুড়ি মার্কা শিক্ষা নিত্য করছি গলধঃকরণ!


ইটভাটায় জ্বলছে রক্তে কেনা সোনালী জমি
ফসলের ক্ষেত গ্রাস করছে অহমিকার অট্টালিকা,
স্তুতির উৎপীড়নে নির্বাক প্রতিবাদি কলমের ডগা
অনৈতিকার লিপিতে ভরে গেছে সময়ের দেয়ালিকা।


বইয়ের পাতায় বোল শূণ্য আইনের শাসন
সংগুপ্ত দরকষাকষিতে তৈরি হয় বিচারের রায়,
পুঞ্জীভূত দীর্ঘশ্বাসে প্রলম্বিত আতঙ্কের মহানিশা
সত্য আর সুন্দরের আহবানে নেই কোন সায়!
##