যে ভালোবাসা প্রকাশ করার জন্য
বিশেষ দিনের প্রয়োজন হয়,
সেটা কি করে ভালোবাসা হতে পারে?


"ভালোবাসা" সে তো প্রতি মুহূর্তের অনুভব
যাকে প্রতিটি নিঃশ্বাসের সাথে স্বরণ করা হয়।
শুধু বিশেষ দিনে ভালোবেসে,
অন্যদিনগুলোতে যদি ভালোবাসা শূন্য হয়ে যায়!
সেটাকে কি সত্যিই ভালোবাসা বলে?


ভালোবাসা তো হৃদয়ের গভীর থেকে
উৎপন্ন হওয়া এক পবিত্র বন্ধন,
যার মধ্যে দামী কোনো উপহারের মোহ থাকে,
সে কি ভালোবাসা বোঝে,
সে কি সত্যিই কাউকে ভালোবাসতে পারে?


প্রিয় মানুষটি নিকটে থাকলে
প্রতিটা দিন, প্রতিটা মুহুর্ত
শুদ্ধ প্রেমময় হয়ে উঠতে পারে না?


তাহলে কাউকে ভালোবাসার জন্য
সত্যিই কোনো দিবসের প্রয়োজন আছে কি?