এমন সোনার দেশটি কোথায় পাব মা'গো,
অনেক হয়েছে অত্যাচার জাগো,
এবার তোমরা জাগো।


কত মায়ের কোল হয়েছে শূন্য,
বাংলা-ভাষা গড়তে
এই সোনার দেশটির জন্য।
লক্ষ প্রাণের রক্তে মাখা,
আমাদের এই পতাকাটা।
এমন দেশটি কোথায় পাব মা'গো,
জাগো এবার সবাই জাগো।


শিশির ভেজা ভোরে, সূর্যী মামার হাসি,
শস্য-শ্যামল দেশটি মা'গো
কতই ভালোবাসি।
কামার কুমার জেলে চাষা, নাইকো অ-সম ভাব,
পায়নি ঠাই কভু রাজাকার,
পাবেনা কোনো পাপি-ধাপ।
এমন দেশটি কোথায় পাব মা'গো,
জাগো এবার সবাই জাগো।