কারেন্ট গিয়েছে চলিয়া,
নাই তাহার কোনো খোঁজ,
গরমে কেমন লাগে?
বোঝ এবার তোরা বোঝ।


সূর্যী-মামার তেজে,
ঘামে শরীর যাচ্ছে ভিজে।
থাকতে পারিনা গরমে, ঠান্ডা কোথায় পাই,
একটু সুখের বাতাসের লাগি দশ-দিশে ধাই।


না আছে বাতাস করিবার মানুষ,
না আছে মোর সখা,
না আছে কারেন্ট,
তাই ঘুরছে না ফ্যানের পাখা।


নিমেষ তরে যদি একটু আসে কারেন্ট হায়,
ঘাম শুকানোর আগেই তাহা, আবার চলিয়া যায়।