অনেক হয়েছে এলোমেলো লেখা,
এবার হবে ছন্দে।
বাগানে ফুটেছে ফুলের মেলা,
বাহার রকম গন্ধে।


পুষেছিনু মনে আশা,
হৃদয়ে নিয়ে ভালবাসা।
বসবে তুমি পাশে ছিঁড়ে দিব ফুল,
সে আশা মোর অপূর্ণ রলো,
বিচ্ছেদ তব' নিকটতম হলো।
হারালাম তোমায় নিজের দোষে,
সব'ই যে ছিল আমার ভুল।


ইচ্ছে ছিল কত!
তোমায় নিয়ে শত, বর্ষ হব পার,
স্তব্ধ হয়ে এখন আমি, স্মৃতি নিয়ে বসে থাকি,
ভাবনাগুলো সব তোমার।


তোমার স্বরণে প্রিয়তমা,
তোমার জন্যই সব,
তুমিই আমার ভালবাসা পূর্ণ অনুভব।


মনে পড়ে কি তোমার?
ছিলে যেদিন পাশে,
সেই অনুভব হৃদয়ে আমার,
আজও গেঁথে আছে।


আসিও ফিরে, আমার নীড়ে,
বলব হাজার কথা,
তোমার হাসি, ভালবাসি,
ভুলিয়ে দিবে হৃদয়ের সব ব্যথা।


অপেক্ষা করব সারাজীবন,
পথ চেয়ে আমার এ-মন।
সব দুঃখ-সুখ ভুলে,
আসিও কাছে জড়িয়ে ধরতে,
কোমল হাতটি তুলে।