কেন হঠাৎ এসে নিমেষ-তরে দেখা দিলে!


খরার মাঠে যেমন ধরা-দেয় এসে বৃষ্টি,
মরুভূমিতে যেন একবিন্দু জলের মতো!
মূহুর্তে ভুলিয়ে দিয়েছিলে হৃদয়ের সব ক্ষত।


বেলা শেষ হয় তবু মন বলে_
আর একটু-সময় থাকনা গো আমার সঙ্গে,
জুড়িয়ে যাক হৃদয়, তোমার পরশে আনন্দ!
বিচ্ছেদে আগুন জ্বলে সারা অঙ্গে।