তোমরা কখনো জানতেই পারবে না পরিচয় তার,
কোথায় রেখেছি লুকিয়ে হৃদয়ের গহীনে,
ভালোবেসে যাব গোপনে।
কোনোদিন খোলা হবে না সেই দ্বার।


তার ঘরের জানালা আমাকেই স্বরণ করে,
যখন হেঁটে যাই গোধূলিতে মেঠো পথ ধরে।
সে নেই তবু কাছে— কেঁদে ওঠে হৃদয় মাঝে,
মনে পড়ে কতো স্মৃতি—ভালোবাসায় ভরা সব গীতি।
দিয়েছিলাম উপহার,
তোমরা কখনো জানতেই পারবে না পরিচয় তার।


ঘিরে আছে প্রতিচ্ছবি হয়ে সম্পূর্ণ নীল আকাশে,
তাকিয়ে মায়াবী চোখে বলি কতো কথা,
হয়তো'বা বসে আছে সে বুকের কোলটি ঘেঁষে।
স্পর্শ পেয়ে, মূহুর্তে ভুলে যাই জীবনের সব ব্যথা।


প্রতিটি লাইনে গেঁথে আছে সে কবিতার,
তোমরা কখনো জানতেই পারবে না পরিচয় তার।


জানে শুধু দূরের ওই পথ—মনের কী আকুল আশা,
প্রতিদিন দেখার জন্য আসা মুখ-খানি কার,
গভীর ভালোবাসা।
তোমরা জানতেই পারবে না পরিচয় তার।


জানে রাতজাগা চাঁদ কোথায় যত্নে রেখেছি তাকে,
জানে ওই তাঁরা—হয়েছি কতোটা আত্মহারা।  
অনন্ত প্রেম সে'তো—অমূল্য অনুভবে পেয়েছি যাকে।
কিভাবে দেখবে, দৃষ্টিতে এতোটা শক্তি নাই দেখার,
তোমরা কখনো জানতেই পারবে না পরিচয় তার।


প্রতিটি লাইনে গেঁথে আছে সে কবিতার,
তোমরা কখনো জানতেই পারবে না পরিচয় তার।