বহুদিন পর এসে হৃদয়কে দেয় দুলিয়ে_
এতো কোলা-হল ব্যস্ত জীবন' যেন সবকিছুকে
ভুলিয়ে।


হঠাৎ পথে যেতে যেতে' দেখা তাহার সনে,
আঁখি যখন মিলিল সরাসরি গোপনে।
তাহার চাহুনি শান্তি আনে মনে,
যেন সমস্ত ঋতুর মেলা হয় সেই ক্ষণে।


পার হয়ে যায়' তবু তাকালো বার বার পেছন ফিরে,
যদি মূহুর্তটি থেমে যেত_কিংবা যেত ধিরে ধিরে।


কত-বর্ষা চলিয়া গিয়েছে_
তবু দু'জনে রয়েছি সেখানেই দাঁড়িয়ে,
এক মূহুর্তের জন্য মনে হচ্ছিল_
যেন সে পাশেই আছে আজও!
যায়নি কোথাও হারিয়ে।

ওরে আমি-জানি_
আমার এ-মন জানে, সে ভুলিবে না মোরে,
যতদিন দেহে থাকিবে প্রাণ,যদিও হয় মৃত্যুরও পরে।
ওরে আমি-জানি' সে ভুলিবে না মোরে।