সমস্ত আকাশের বুকে চাঁদ রহিয়াছে একা,
বহুদিন হয়ে গেল পাইনা-যে
একটুখানি তোমার দেখা।


বসে ভাবি আকাশ পানে তাঁকিয়ে,
রয়েছো বুঝি তুমিও, একই চাঁদের নিচে বসে।
অশ্রু চোখে স্তব্ধ হয়ে মেলাচ্ছি জীবনের অংক কষে।


চাইলেই হয়তো পারতাম আমরা
পূর্ণতা দিতে গল্পে,
উপায় ছিল-না কোনো প্রিয়া
পরিবার ভেঙে যেত অতি অল্পে।


নেই তুমি কাছে তাই'তো স্মৃতিগুলো এতো মধু,
কষ্ট হয়েছে তবুও
দেখতে হয়েছে তোমায়, হতে অন্যের বধূ।


জানি আমাদের গল্প শেষ হবে না এখানে,
এভূবণে জন্ম লহিব আবার,
তুমি বেঁধেছ সংসার, পারিনি আমি!
তাই সময় হয়েছে যাবার (মৃত্যু)।


আবার আসিব ফিরে,
চাঁদ হয়ে তোমার নীড়ে,
দিব ভালবাসার আলো প্রিয়,
সেদিন তুমি কেঁদে কেঁদে, মোরে আপন করে,
বুকে জড়িয়ে নিও।