খুব যত্ন করে ভালোবাসি প্রতিক্ষণে,
তোমার দেওয়া বেদনাগুলোকে গেঁথে এই মনে।


এতো সুমধুর ব্যথা তুমি দিলে গো আমায়,
ঝরনার মতো অশ্রু ঝরে দুই নয়নে,
তবুও এহৃদয় শুধু তোমাকেই কাছে চায়।


এতো যত্নে তুমি ভাঙলে, নদীর পাড় ভাঙে যেমন,
ভাসিয়ে নিয়ে যায় নদীর স্রোতের মতোই,
কোথাও ঠাই পায়না এই ভাঙা মন।


এতো সুনিপুণভাবে বিদায় নিলে জানতে পারবে না কেউ,
শুধু জানবে বুকের ভেতর নিশ্চুপ সমুদ্র,
যেখানে প্রতিনিয়ত উঠতে থাকে বাঁধ ভাঙা ঢেউ।


এতো কষ্ট নিয়েও বুকে ফুলের মতো হাসি,
জীবনে কোনো দুঃখ নাই, দুঃখ মাএ এটাই,
বোঝাতে পাড়লাম না তোমায় কতোখানি ভালোবাসি।


আমি তো ভালোবেসেছি দিতে পারি না কোনো দোষ।
যদি প্রশ্ন জাগে কখনো হৃদয়ে দেয় হানা,
এখনো সেই ভালোবাসা জাগিয়া আছে কি না।


পরক্ষ করিতে তয়, সময় যদি হয়।
পৃথিবীর সব মায়া ছেড়ে, আসিও এই ভাঙা নীড়ে।
তখন দেখিতে পাবে সখী, অশ্রু ভরে দুটি আঁখি।
অপেক্ষায় আছি দাঁড়িয়ে প্রেম নিয়ে শত মানুষের ভিড়ে।