যখন এই বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকি,
মনে এক অদ্ভুত ভাবনা আসে তোমায় নিয়ে,
আমরা দুজনে একই আকাশের নিচে
অথচ এই বিচ্ছিন্ন পথ,
আমাদের চারপাশে ঘিরে থাকা এই সবুজ প্রকৃতির
দেয়াল, যে দেয়ালে কখনো মরিচা ধরবে না,
কখনো ধ্বংস হবে না এই পাচিল।


আকাশের নীলে ভেসে ওঠা রংধনুর
সাতটি রঙে হারিয়ে যেতাম তোমায় নিয়ে,
কোনো এক বিকেলে হেলিয়ে পড়া
সূর্য ডোবা দেখব পাশাপাশি।


নিশীথ রাতে খোলা আকাশের নিচে,
দুজনে বসে পূর্ণিমার উজ্জ্বল চাঁদের আলোয়
অবাক দৃষ্টিকোনে তোমার দিকে
তাকিয়ে থাকার ইচ্ছে, সব অপূর্ণ।


যেমন মেঘের পরে মেঘ আসে ফিরে
স্রোতের মতো কোখনো সাদা বা কালো হয়ে
ঝরে পরে পটভূমিতে বৃষ্টি হয়ে।


যদি তুমিও ফিরে আসতে সুখ শূন্য হয়ে
নিজেকে বিলীন করে দিতে,
তোমার হৃদয়ের সমস্ত ক্ষতকে ঝড়ের রূপ দিয়ে
আমাকে ভেঙে উড়িয়ে নিতে তোমার পরে।


তবুও আমি হাসি মুখে তোমার কষ্টগুলো
কবুল করে নিতাম।
শুধু চেয়েছিলাম শেষ-বারের মতো
একটিবার ফিরে আসো আমার নীড়ে।