আসন্ন বিশ তারিখ বিয়ের শুভ দিন
রংধনুর সাত রঙে কনের বাড়ি রঙিন ।
সাথীরা এসেছে বাসর সাজাতে
বংশীবাদক মেতেছে বাশিঁ বাজাতে,
কোকিলের কণ্ঠে মিলনের গান
বসন্ত বাতাসে শীতল তার প্রাণ ।


অহনার পছন্দ বিয়ের খয়েরী শাড়ি
গহনা নিয়ে শরন আজই আসবে বাড়ি ।
দিনের অবসানে সন্ধ্যা এলো নেমে
শরনের আগমন কেন আছে থেমে?
রাস্তায় রাজনৈতিক অস্থিরতা
কেউ শুনছে না কারো কথা,
ফোন করলে মোবাইল কয়,
নম্বরটিতে সংযোগ সম্ভব নয় ।


টিভির পর্দায় সংবাদ প্রচারিত
গুলির আঘাতে এক প্রকৌশলী নিহত ।
হাতে ছিল তার হবু বধুর গহনা
শেষ কথাটি, ভালোবাসি ভুলনা ।
বিয়ের গহনা দিয়ে সাজাও শরনের সমাধি
আমি চিরকুমারী থাকবো এ আমার নিয়তি!