মায়ের কথা মনে হলেই
আমার ছায়াশীতল
শাখা-প্রশাখা বিস্তৃত
একটি ছায়াবৃক্ষের কথা মনে পড়ে।
মায়ের কথা মনে হলেই
আমার মায়াবী জোছনার কথা মনে পড়ে
যার আছে আঁধার-নিবারক হিমেল আলো
অথচ উত্তাপ নেই।


মায়ের কথা মনে হলেই
চৈত্রের গরম-লাগা ভরদুপুরে
একটি শান্ত শীতল সরোবরের কথা মনে পড়ে-
যার জলে ঝাঁপ দিলে
মুহূর্তে জুড়িয়ে যায় দেহ-মনের উত্তাপ।


আর মনে পড়ে সেই দুটি চোখ
অফুরন্ত স্নেহ-ঝরা সেই দৃষ্টি-
যা সর্বক্ষণ ছায়ার মতো
আমার যাত্রাপথে নিবদ্ধ থাকত।
সেই শুভ দৃষ্টির অমৃত পরশ
সর্ব বিপদ-আপদ থেকে আমাকে
আগলে রাখত।


মায়ের কথা মনে হলেই
চলার পথে অদৃশ্য বনফুলের
হাওয়ায় মেশা অমৃতময় সৌরভের কথা মনে পড়ে -
যা নিমিষে অস্তিত্বের পরতে পরতে
মোহময় আমেজ ছড়িয়ে
সারাক্ষণ এ মনটাকে মাতিয়ে রাখে
সুমধুর সৌগন্ধে-
আমার চলার পথে নিরন্তর
আমায় ক্লান্তিহীন প্রেরণা যোগায়।
আর আমি একটু একটু করে এগিয়ে চলি
আরো এগিয়ে চলি
এক সময় গন্তব্যে পৌঁছে যাই ॥