যখন তোমার কথা ভাবি
মনে পড়ে দূর মহাশূন্যের
অন্তহীন মহাশূন্যতা-


মনে পড়ে নিঃসঙ্গ নির্জন
অন্তহীন সাগরের
ভেঙে ভেঙে পড়া ঢেউ-
আর আমি ভাসমান
একটি শূন্য ভেলায়-
চারিধারে কেউ নেই, কিছু নেই।

                            
যখন তোমার কথা ভাবি
মনে পড়ে অনন্ত মরুতে
পথ হারানো
উদভ্রান্ত পথিকের আর্তচিৎকার-
মূক দিগন্তে বারবার
ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসা ॥