জীবনের গান
স্তব্ধতায় হারিয়ে
অজানার পথে ছুটেছি,


দাঁড়িয়ে আছি সমুদ্রতটে
আকাশের শেষ সীমানায়।
পৃথিবীর ছায়া চাঁদের বুকে,
আলোছায়া বনে
শোকের বন্যা।


এখানে দীর্ঘশ্বাস,
দীর্ঘশ্বাস থেকে গর্ব,
গর্ব থেকে আনন্দের সুখ, স্মৃতি,
ঠোঁটের কোনে অমানিশার হাসি।


স্মৃতিরা স্বপ্ন খোঁজে
অজানায় এখন!
দু'হাত ভরে জল
নোন্তা ভীষণ।


আমার, তুমি, তোমাতে,
পুনশ্চ যদি হারায়,
সৃষ্টির হৃদে গড়া
স্রষ্টা নিরুপায়...