শ্রাবণের মেঘ যদি ফিরে যায়
যদি ভেসে চলে যায় অজানায়
ভেবে নেব তুমি আসবেনা কাছে
মেঘের মত ভেসে চলে যাবে দূরে।


আর যদি মেঘ থেকে বৃষ্টি হয়
মুখরিত হয় চারিদিক বৃষ্টির সুরে
তবে ভেবে নেব এই আমি
আসবে তুমি কাছে আমার।


জানিনা মেঘের কি অভিপ্রায়
সে কি বৃষ্টি নিয়ে আসবে না চলে যাবে?
যাই হোক না কেন
কিছু একটা হবে আমার।