হারানো দিনগুলো হাতড়ে বেড়াই


পাখির ডানার শব্দ যখন শুনি
সেই পাখির সাথে ভেসে চলে যাই,
আমার সেই সোনালী শৈশবে
হারানো দিনগুলো হাতড়ে বেড়াই ।


শৈশবের সেই জামরুল গাছ
আর নাম না জানা কত অজানা পাখি,
জানালার পাশে বসে বৃষ্টির ছাট
মনকে আজো করে ডাকাডাকি ।


খরখরে চৈত্রের ঘর্মাক্ত দুপুরে
জেগে থেকে কত স্বপ্নের জাল বুনেছি,
আমার ছেলেবেলার অভিমান আঁকড়ে
আজো তেমনি রয়ে গেছি।


হারানো দিনগুলো হাতড়ে বেড়াই
ফিরে কি আর কখনো আসবেনা?
শৈশবের সেই চেনা মুখগুলো কে
আর কি আমি ফিরে পাবোনা?