.               # 'সরল-গরল' #
                     (কবিতা)


জীবনটাকে উপভোগ করা যায় ভালো ভাবে -
              যতদিন থাকে সে সরল,
জুটলে ভাগ্যে অতিরিক্ত ! তখন হয় সে গরল।


কষ্টের সঞ্চয়ে, প্রথম জীবনে অতি সামান্য ক্রয়
            স্মৃতিতে সবার থাকে অক্ষয়
প্রাচুর্যে... নামী-দামী কেনার স্মৃতি হারিয়ে যায়।


ছোট্ট বয়সে 'ইটালিয়ান-সেলুনে' চুল কাটা পর্ব -
             এখন বড়ই মধুর অতীত
তাই, নাতিকে টুলে বসিয়ে হয়ে যাই সেই নাপিত।


জীবন আরো আয়েশী করতে সবাই আজ সচেষ্ট
          জটিলতায় প্রতি মুহূর্ত আচ্ছন্ন
ভুলে গেছে মানুষ, সরল জীবনের সকল মাহাত্ম্য।


সেদিন আসতে পারে, যবে ব্রাত্য হবে আধুনিকতা
              ফিরে পেতে চাইবে মানুষ -
হারানো প্রাকৃতিক পরিবেশ, খাঁটি আন্তরিকতা।


*****************************
সুব্রত ভৌমিক  ১১-০৪-২০২৪  কোল-৭৫
*****************************