.               # 'পরিচিতি' #
                    (কবিতা)

শুনতাম, মন নাকি থাকে শুধু শরীরের বশে
শরীর খারাপে, দিনরাত সে নিস্তেজ থাকে।

সহপাঠী-মিলন-মেলায় ধারনাটি পাল্টে গেল
যখন খুবই অসুস্থ এক বন্ধু সবার সাথে নাচল।

অসম্ভবকে সম্ভব করল সে, অসীম মনোবলে
আগেও পেরিয়েছে অনেক বাধা, হেসে খেলে।

তৃপ্ত মনে সপরিবারে ফিরে গেল আমাদের বন্ধু
পরোয়া নেই! যদিও আঘাতে আহত তার তনু।

সঠিক হয়েছিল সিদ্ধান্ত, ওর "প্রণব" নামকরণ
শুদ্ধ আদিধ্বনির মতই শুদ্ধ... ওর অন্তঃকরণ।

ও শেখাচ্ছে...দেহটাই নয় শুধু কারো পরিচিতি
প্রাণকে প্রতিষ্ঠা করে যায়, সর্বপরি আত্মশক্তি।

কলেজের বন্ধু প্রণব দত্ত, তুমি 'প্রণব-নাদ প্রচন্ড' !!
দুর্দিনে এ দৃষ্টান্ত যেন শক্ত রাখে, দুর্বলের মেরুদণ্ড।

হে দয়াময়, দয়াকরে শোন সবার বিনীত প্রার্থনা
সুস্থ করে ফিরিয়ে দাও ওকে! আর কষ্ট দিওনা।

***************************
সুব্রত ভৌমিক  ১০-০১-২০২৩  কোল-৭৫
***************************