.           # 'জীবন' #  
        ( আধ্যাত্মিক কবিতা)
            
জীবন হলো, ক্ষণস্থায়ী এক হট্টগোল
আগে-পিছে নিঃস্তব্ধ! নেই কোলাহল।

জীবন যেন এক কুরুক্ষেত্রের মহাযুদ্ধ
শুদ্ধ অন্তর ও বাইরের অসুরের সংঘর্ষ।

ধরায় শূন্য হাতেই যখন আসা-যাওয়া !
তখন ধন সম্পদ তরে, বৃথাই উতলতা।

আগমনে কত আনন্দ, কত অভ্যর্থনা!
অন্তে... প্রায় শুধুই অবজ্ঞা ও বেদনা।

জীবন মানে, শুধুই অলীক সব কল্পনা
কিছু যে রবে না ! কেউ কিন্তু ভাবেই না।

"মায়া" হল ভগবানের এক বিশেষ শক্তি
জালে ধরা পরলে, জীবনে আসে দুর্গতি।

মানুষত্ব থাকলে, তবেই থাকবে মানবতা
অধম এ জীবে, আজ প্রায় শুধুই ক্রূরতা।

নাভীর নীচের 'চক্রে', কেন পড়ে থাকে মন?
উপরে উঠে দেখুক না ! কি সুন্দর জীবন।

সুন্দর সাজানো এ দেহ-মন্দির, স্তরে স্তরে
বৃথা ঘুরে মরিস না রে মন ! দুয়ারে দুয়ারে।
                        
*************************
সুব্রত ভৌমিক  ০৮-০২-২০২৩  কোল-৭৫
**************************