.                'দেখা'

দেখেছি, বালির বা তুষার ঝড়
          দু'টোই কষ্টকর।

গায়ে মেখে রুক্ষ বরফের কুচি
         গাছের কষ্ট বুঝি।

গাছে বন্ধ, সব পাতার রান্নাঘর
         নাই যে রবির-কর।

ল্যাম্প-আলোর বিচ্ছুরণে আভা
       পাতার কৃত্রিম শোভা।

শীতের পর ডালে বসন্তের ছোঁয়া
        রঙিন সে ভালোবাসা।

মরুঝড়ে, বিপাকে পড়ে মরুদ্যান
            ওষ্ঠাগত হয় প্রান।

মরুভূমিতে কৃত্রিম শ্যামল-শোভা
         মানুষের বিজয় গাথা।

শিশু-সরল মন, যেন কাঁচা সোনা
         গড়ে জীবনের গহনা।

************************
সুব্রত ভৌমিক  ২৪০২২০২৩  কোল-৭৫
************************