.                 # 'ভাল্লাগেনা-২' #
                          (ছড়া)


দ্বিগুণ বেড়ে...দারিদ্র ভাতা হয়েছে হাজার
কিন্তু ! শিক্ষিতরা গরীবের ঘরে প্রায় বেকার।


কারখানার ধোঁয়ায় ভরেছে নাকি চারিধার !
তা যদিও, প্রায় শুধু চালকল ও ইঁট ভাঁটার?


যুদ্ধজীবী হল আমজনতা, যুদ্ধ করে বাঁচে
বুদ্ধিজীবি সব পরগাছা, তোষণ নেয় বেছে।


দেশের নাড়ি চলছে ধীরে ধীরে, বড়ই ক্ষীণ!
শুধুই মিথ্যা আশ্বাসে, শ্বাস চলবে কতদিন?


হুড়মুড়িয়ে যখন ভেঙে পড়ে অবৈধ বহুতল
প্রাণ-সম্পদ ক্ষতির দায়, নেয় না কোন দল।


এসেছে ভোট, আবার ঐ গগনচুম্বি ইশ্তাহার,
ভোটের পরে ? থাকেই না প্রায় গুরুত্ব যাহার।


অসততা যেন দস্তুর! রাজনীতি-আঙিনায়
কলঙ্কিত-নেতারা...এখন বেশী গুরুত্ব পায়।


খেলা এখন ব্যবসা, শুধু মাত্র টাকার ঝড়!
খেলূড়ে পণ্য! নিলামে ঠিক হয় তার কদর।


"বন্ডে" পেয়েছে দল, বহু কোটি টাকা চাঁদা!
রাতারাতি...জনতার পকেট পড়েছে কাটা।


এ কি হোল বাংলার ? নেই কারো মুখে হাসি
অর্ধ-শিক্ষিতরা দখল করে, শিক্ষকের কুর্শি!


বহু শিক্ষক চাকরি হারায়... অসততার দায়ে
হায় ভগবান ! আর কত কী দেখতে হবে বঙ্গে।


এতগুলো ভালো না লাগার পরেও রাখি আশা
বাঙালি আবার জেগে উঠে দূর করবে দুর্দশা।


**************************
সুব্রত ভৌমিক  ২২/৪/২০২৪  কোল-৭৫
**************************