১/ অভয়

সফলতা হাতের রেখায় নয়, হাতের মুঠোয়।
কর্মফলে পরাজয় নয়, কর্মই অভয়।।

২/ ধরে রাখ

যেটা আছে সেটা ধরে রাখ।
কার কী আছে ভেবে করিস না মন খারাপ।
অপরের সাথে টেক্কা না দিয়ে নিজের সাথে লড়।
বড় হওয়ার এটাই রহস্য, নয়তো ডুবে মর।

৩/ স্মৃতি

সমাজ হল সিগারেট।
সম্পর্ক সিগারেটের ধোঁয়া।
সময় আগুন।
ছাই-এর টুকরো গুলো খণ্ড খণ্ড স্মৃতি।