নারী তুমি আমায় ঠিক চিনতে পেরেছ
কিন্তু আমি তোমায় পারিনি।
যখন এসে হাত ধরলে
তখন বুঝলাম সাত জন্মের স্পন্দনের অনুভূতি।
ভগবানও আটকে রাখতে পারে না। আমি কে, তুমি কে ?
এতে সৌন্দর্য আছে, সৃষ্টি আছে, সমাদর আছে...


তুমি দেখিয়ে দিলে পথ:
চোখ আমার অন্ধ ছিল পাপে,
আবার তোমার আলোয় চোখ খুলে গেল
জীবনের উল্লাসে।


তুমি ঠিকই চিনেছ আমাকে।
আমি চিনিনি কারণ পাপের বোঝা
ছিল আমার কাঁধে- বেতালের মতো।
তুমি বিক্রম হয়ে এলে- শক্তি রূপে-
আমি সোজা হয়ে দাঁড়ালাম: পূর্ণাঙ্গ পুরুষ। শিবলিঙ্গ।